Study Plan: বাংলা ব্যাকরণ
** ৪৫তম বিসিএস প্রিলি + প্রাইমারী পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণের Study Plan ও সুনির্দিষ্ট কৌশল **
বিসিএস ও প্রাইমারী উভয় পরীক্ষায় যেহেতু ১৫-১৬ মার্কস এর প্রশ্ন বাংলা ব্যাকরণ থেকে হয়ে থাকে তাই কোন অধ্যায় এর কতটুকু পড়লে বা কোন জায়গাটা পড়লে বেশি মার্কস কমন পাওয়া যায় তার রূপরেখা আপনাদের Study Plan আকারে দিলাম। এতে কোন টপিকস কত সময় নিয়ে পড়লে মূলত একটা Standard Preparation দাঁড়াবে সেটাও উল্লেখ করা হয়েছে।
## Stage No : 01 [Target Time : ১৬০ মিনিট, Target Marks : ২/৩]
** Category : 01 (ধ্বনি, ধ্বনি পরিবর্তন, ণত্ব-ষত্ব বিধান)
* ধ্বনির পরিবর্তন : মধ্য স্বরাগম, অপিনিহিতি, ধ্বনি বিপর্যয়,বিষমীভবন, ব্যঞ্জন বিকৃতি, অন্তর্হতি, স্বরসঙ্গতি।
* ধ্বনি : বিভিন্ন ধ্বনির উচ্চারন স্থান, ধ্বনির উচ্চারণ বিধি (স্বরধবনির উচ্চারণ), অল্পপ্রাণ-মহাপ্রাণ-ঘোষ-অঘোষ-উষ্ম-কম্পনজাত-তাড়নজাত- পার্শ্বিক ধ্বনি এবং গুরুত্বপূর্ণ যুক্ত ব্যঞ্জনবর্ণ
* ণত্ব ও ষত্ব বিধান : বোর্ড বই + Job exam এর উদাহরণ গুলোই যথেষ্ট।
** Category : 02 (বাক্য প্রকরণ)
এইখানে প্রধানত বাক্যের গুন, শব্দ যোগ্যতা (উপমার ভুল প্রয়োগ-বাহুল্য দোষ -গুরুচন্ডালী দোষ), বাক্যের প্রকার (সরল-জটিল-যৌগিক চেনার উপায়) পড়তে হবে।
## Stage No : 02 [Target Time : ২৫০ মিনিট, Target Marks : ৪/৫]
** Category : 01 (সমাস,পদাশ্রিত নির্দেশক, দ্বিরুক্ত শব্দ)
* সমাস : কর্মধারয়, তৎপুরুষ (২য়া,৪র্থী,৬ষ্টী, অলুক ৬ষ্টী, নঞ, অলুক তৎপুরুষ), বহুব্রীহি (সমানাধিকরণ, ব্যাধিকরন,ব্যাতিহার,মধ্যপদলোপী,নিপাতনে সিদ্ধ বহুব্রীহি), দ্বিগু+ দ্বন্দ্ব হালকা রিডিং, অব্যয়ীভাব (কোন অর্থে কোনটি ব্যবহৃত হয়)
* দ্বিরুক্ত শব্দ : বিশেষ্য (আধিক্য, ধারাবাহিকতা, সামান্যতা,ক্রিয়া বিশেষন) ; বিশেষন (সামান্যতা,সঠিকতা) ; অব্যায়ের দ্বিরুক্তি, যুগ্মরীতি, পদাত্নক দ্বিরুক্ত, বিভিন্ন পদরূপে ধনাত্মক দ্বিরুক্তর ব্যবহার (বিশেষণ-ক্রিয়া- ক্রিয়া বিশেষণ)
* পদাশ্রিত নির্দেশক : পদাশ্রিত নির্দেশকের ব্যবহার (সুনির্দিষ্টতা ও অনির্দিষ্টতা কখন কোনটা হয়)
** Category : 02 (উপসর্গ, সংখ্যাবাচক শব্দ, শব্দের শ্রেণীবিভাগ)
* উপসর্গ : বাংলা ও সংস্কৃত উপসর্গের উদাহরণ, ফারসি উপসর্গ ভালো মতো পড়তে হবে। এছাড়া আরবি উপসর্গ,ইংরেজি উপসর্গ হালকা রিডিং দিলে হবে।
* শব্দের শ্রেণীবিভাগ : গঠনমূলক -অর্থমূলক- উৎসমূলক শব্দের শ্রেণীবিভাগ পড়তে হবে৷ এর ভিতরে রূঢ়ি ও যোগরূঢ়, তৎসম-অর্ধ তৎসম - তদ্ভব এগুলোর উদাহরণ ভালো মতো পড়তে হবে।
* সংখ্যাবাচক শব্দ : সংখ্যাবাচক শব্দের শ্রেণীবিভাগের মূল ১/২টি বিষয় দেখতে হবে।
## Stage No : 03 [Target Time : ১৯০ মিনিট, Target Marks : ২/৩]
** Category : 01 (প্রকৃতি-প্রত্যয় ও ধাতু)
* প্রকৃতি প্রত্যয় : গুরুত্বপূর্ণ উদাহরণ গুলোই দেখতে হবে + বেসিক কিছু সংজ্ঞা (যেগুলো বোর্ড বইয়ে আছে)
* ধাতু : বিভিন্ন ধাতুর উদাহরণ বিশেষ করে বাংলা-সংস্কৃত ধাতু, প্রযোজক ধাতু, কর্মবাচ্যের ধাতু গুরুত্ব দিয়ে দেখতে হবে।
** Category : 02 (বাংলা ব্যাকরণ ও আলোচ্য বিষয়)
এইখানে মূলত যে ৪টি বিষয় আছে তার আলোচ্য বিষয় কি কি সেটাই পড়তে হবে।
** Category : 03 (বাচ্য ও যতি চিহ্নের ব্যবহার)
এই অংশটি মূলত বোর্ড বইয়ে যতটুকু আছে ততটুকু পড়াই শ্রেয়।
## Stage No : 04 [ Target Time : ২১০ মিনিট, Target Marks : ২/৩]
** Category : 01 (পদ প্রকরন)
এই Category থেকে বিশেষ্য (সমষ্টিবাচক-গুনবাচক,ভাববাচক) ; বিশেষণ (নাম বিশেষণ এর মধ্যে রূপবাচক,গুনবাচক,পরিমানবাচক, উপাদানবাচক,নির্দিষ্টতা এবং ভাব বিশেষণের ৪টি প্রকার) ; সর্বনামের শ্রেণীবিভাগ ; অব্যয় খুব ভালোমতো শেষ করতে হবে।
** Category : 02 (ক্রিয়াপদ, ক্রিয়ার ভাব ও অনুসর্গ)
এই Category থেকে সমধাতুজ কর্ম, প্রযোজক ক্রিয়া, যৌগিক ক্রিয়া, মিশ্র ক্রিয়া ভালোমতো পড়তে হবে। তাছাড়া ৪ ধরনের ক্রিয়ার ভাব দেখতে হবে। অনুসর্গের জন্য বোর্ড বইয়ে যে বাক্যগুলো উদাহরণ হিসেবে আছে সেগুলোই পড়তে হবে।
** Category : 03 (কারক)
বোর্ড বই + বিভিন্ন Job exam এ আসা সবগুলো কারক বুঝে বুঝে শেষ করতে হবে। বিশেষ করে অধিকরন কারক ভালোমতো শেষ করতে হবে A to Z.
## Stage No : 05 [Target Time : ১৫০ মিনিট, Target Marks : ২/৩]
** Category : 01 (বানান, বাক্য শুদ্ধি)
এই অংশের জন্য বিভিন্ন Job exam + ডাইজেস্ট থেকে Practice করলেই ভালো হবে।
** Category : 02 (অলংকার)
অলংকারের বিভিন্ন উদাহরণ পড়তে হবে, বিশেষ করে বর্তমান বিসিএসে এই টপিক থেকে ১ মার্কস এর মতোন প্রশ্ন আসছে। প্রাইমারীর জন্য ফলো করা যাবে এই টপিক Upcoming exam এ আসার জন্য।
## Stage No : 06 (মুখস্থ পার্ট)
[Target Time : Unlimited, Target Marks : ৪/৫]
এই পার্টের জন্য এক কথায় প্রকাশ, বাগধারা, সর্মাথক শব্দ, বিপরীত শব্দ,পরিভাষা ভালোমতো শেষ করতে হবে৷ এইগুলা পড়ার জন্য বোর্ড বই + বিভিন্ন Job exam এ আসা Question গুলো ভালোমতো শেষ করতে হবে।
## Stage No : 07 (নতুন ব্যাকরণ বই থেকে পড়তে হবে এমন কিছু পাঠ)
নতুন বোর্ডবইয়ের কিছু গুরুত্বপূর্ণ পরিচ্ছেদ :
- পরিচ্ছেদ : ২২ (ক্রিয়াবিশেষণ)
- পরিচ্ছেদ : ২৪ (যোজক)
- পরিচ্ছেদ : ২৫ (আবেগ)
- পরিচ্ছেদ : ৩০ (ক্রিয়ার কাল)
- পরিচ্ছেদ : ৩২ (বাক্যের বর্গ)
- পরিচ্ছেদ : ৩৩ (উদ্দেশ্য ও বিধেয়)
- পরিচ্ছেদ : ৩৭ (উক্তি)
- পরিচ্ছেদ : ৩৯ (বাগর্থ)
- পরিচ্ছেদ : ৪৩ (শব্দজোড়)
উপরে উল্লেখিত সময় ধরে পড়া শেষ করতে হবে বিষয়টা এমন নয়, যার যার দূর্বলতা অনুযায়ী একটু কম- বেশি সময় লাগতে পারে। তবে Aggressive Attitude + ইতিবাচক মানসিকতা বজায় রেখে পড়ার চেষ্টা করুন দেখবেন সৃষ্টিকর্তা আপনার পড়াশোনাকে বরকত দান করবেন এবং নিজের উপর বিশ্বাস ফিরে পাবেন।
No comments