Header Ads

Header ADS

Translation B2E : In which way, the middle-east manages the food crisis



তারিখঃ ৩ জুন ২০২২            

শিরোনামঃ যেভাবে খাদ্যসংকট সামলাচ্ছে মধ্যপ্রাচ্য

                In which way, the middle-east manages the food crisis  


#ইউক্রেনে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্যের যে সংকট তৈরি হয়েছে, তা অন্যদের তুলনায় মধ্যপ্রাচ্যকে বেশি চাপে ফেলেছে। 


ইউক্রেন- Ukraine  

ইউক্রেনে- in Ukraine

যুদ্ধ- war

যুদ্ধের –of the war 

কারণ-because 

কারণে –because of / due to 

যুদ্ধের কারণে - because of the war

ইউক্রেনে যুদ্ধের কারণে - because of the war in Ukraine

বিশ্বব্যাপী –worldwide / all over the world / globally 

খাদ্য-food 

খাদ্যের-of food 

যে সংকট –the crisis / which crisis 

তৈরি হওয়া –create / generate / cause 

তৈরি হয়েছে –has been created 

খাদ্যের যে সংকট তৈরি হয়েছে- the food crisis has been created / which crisis of food has been created 

বিশ্বব্যাপী খাদ্যের যে সংকট তৈরি হয়েছে- the food crisis has been created worldwide / which crisis of food has been created worldwide 

তা –that 

অন্যদের –other 

তুলনায়-compared to 

অন্যদের তুলনায় - compared to other 

তা অন্যদের তুলনায় –that is compared to other 

মধ্যপ্রাচ্যকে –middle-east

বেশি –more 

চাপ-pressure 

বেশি চাপ-more pressure 

বেশি চাপে ফেলেছে-makes more pressure / pressurizes more 

মধ্যপ্রাচ্যকে বেশি চাপে ফেলেছে- makes more pressure on the middle-east / pressurizes the middle-east more

তা অন্যদের তুলনায় মধ্যপ্রাচ্যকে বেশি চাপে ফেলেছে- that makes more pressure on the middle-east compared to other / that pressurizes the middle-east more compared to other 

ইউক্রেনে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্যের যে সংকট তৈরি হয়েছে, তা অন্যদের তুলনায় মধ্যপ্রাচ্যকে বেশি চাপে ফেলেছে- the food crisis has been created worldwide makes more pressure on the middle-east compared to other / the food crisis created worldwide makes more pressure on the middle-east compared to other / the food crisis which has been created worldwide pressurizes the middle-east more compared to other / the food crisis created worldwide pressurizes the middle-east more compared to other / *(আরও অনেক ভাবে করা যায় ) 


# লেবানন ও ইয়েমেনের মতো যেসব দেশ ইউক্রেন যুদ্ধ শুরুর আগে থেকেই অর্থনৈতিক অস্থিতিশীলতা ও অভ্যন্তরীণ সংঘাত মোকাবিলায় জেরবার হচ্ছিল, সেসব দেশে খাদ্যসংকটের প্রভাব দারুণভাবে আঘাত করেছে।


• লেবানন - Lebanon 

• ইয়েমেন- Yemen

লেবানন ও ইয়েমেনের মতো - Lebanon and Yemen

• যেসব –those 

• দেশ-countries 

• যেসব দেশ-those countries 

• লেবানন ও ইয়েমেনের মতো যেসব দেশ - those countries like Lebanon and Yemen 

• ইউক্রেন যুদ্ধ- Ukraine war

• শুরু-beginning 

• শুরুর –of the beginning 

• আগে-before 

• শুরুর আগে থেকেই-from the beginning (from before the beginning হয় না)

• ইউক্রেন যুদ্ধ শুরুর আগে থেকেই - from the beginning of Ukraine war 

• অর্থনৈতিক - economic

• অস্থিতিশীলতা- instability 

• অর্থনৈতিক অস্থিতিশীলতা- economic instability

• অভ্যন্তরীণ - internal 

• সংঘাত-conflict 

• অর্থনৈতিক অস্থিতিশীলতা ও অভ্যন্তরীণ সংঘাত- economic instability and internal conflict 

• মোকাবিলা-deal with 

• মোকাবিলায় –to deal with 

• অর্থনৈতিক অস্থিতিশীলতা ও অভ্যন্তরীণ সংঘাত মোকাবিলায় - to deal with economic instability and internal conflict 

• জেরবার হওয়া – crush 

• জেরবার হচ্ছিল, -were being crushed 

• সেসব –these all / those 

• দেশ-countries 

• সেসব দেশ- these all countries 

• সেসব দেশে –in these all countries 

• খাদ্যসংকট –food crisis 

• খাদ্যসংকটের –of the food crisis 

• প্রভাব –effects 

• খাদ্যসংকটের প্রভাব - effects of the food crisis 

• দারুণভাবে – utterly 

• আঘাত করেছে-hits 

• দারুণভাবে আঘাত করেছে- hits utterly 

• সেসব দেশে খাদ্যসংকটের প্রভাব দারুণভাবে আঘাত করেছে- the effects of the food crisis hits utterly in these all countries / the effects of the food crisis hits these all countries utterly 

• যেসব দেশ ইউক্রেন যুদ্ধ শুরুর আগে থেকেই অর্থনৈতিক অস্থিতিশীলতা ও অভ্যন্তরীণ সংঘাত মোকাবিলায় জেরবার হচ্ছিল, সেসব দেশে খাদ্যসংকটের প্রভাব দারুণভাবে আঘাত করেছে- the effects of the food crisis hits utterly all countries those were being crushed to deal with economic instability and internal conflict fromm the beginning of Ukraine war 

• লেবানন ও ইয়েমেনের মতো যেসব দেশ ইউক্রেন যুদ্ধ শুরুর আগে থেকেই অর্থনৈতিক অস্থিতিশীলতা ও অভ্যন্তরীণ সংঘাত মোকাবিলায় জেরবার হচ্ছিল, সেসব দেশে খাদ্যসংকটের প্রভাব দারুণভাবে আঘাত করেছে- the effects of the food crisis hits utterly all countries those were like Lebanon and Yemen and being crushed to deal with economic instability and internal conflict fromm the beginning of Ukraine war 


#ইউক্রেন ও রাশিয়া থেকে আমদানি করা গম এবং অন্যান্য শস্যের ওপর চরম নির্ভরশীল দেশ মিসরও এ সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে। 


• ইউক্রেন ও রাশিয়া থেকে - from Ukraine and Russia 

• আমদানি করা গম এবং অন্যান্য শস্যের ওপর - on imported wheat and other crops 

• চরম নির্ভরশীল দেশ মিসরও - heavily dependent Egypt also 

• এ সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে - is a struggling to adjust 

• চরম নির্ভরশীল দেশ মিসরও এ সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে- heavily dependent Egypt also is a struggling to adjust 

• আমদানি করা গম এবং অন্যান্য শস্যের ওপর চরম নির্ভরশীল দেশ মিসরও এ সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে- Egypt heavily dependent on imported wheat and other crops is a struggling also to adjust  

• ইউক্রেন ও রাশিয়া থেকে আমদানি করা গম এবং অন্যান্য শস্যের ওপর চরম নির্ভরশীল দেশ মিসরও এ সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে- Egypt heavily dependent on imported wheat and other crops from Ukraine and Russia is a struggling also to adjust   


#কিন্তু পারস্য উপসাগরীয় অঞ্চল এবং ইসরায়েল এখন পর্যন্ত এ ঝড়কে অসাধারণভাবে মোকাবিলা করছে। 


• 

কিন্তু- But

• কিন্তু পারস্য উপসাগরীয় অঞ্চল- But the Persian Gulf region 

• কিন্তু পারস্য উপসাগরীয় অঞ্চল এবং ইসরায়েল- But the Persian Gulf region and Israel 

• কিন্তু পারস্য উপসাগরীয় অঞ্চল এবং ইসরায়েল এখন পর্যন্ত- But the Persian Gulf region and Israel still 

• কিন্তু পারস্য উপসাগরীয় অঞ্চল এবং ইসরায়েল এখন পর্যন্ত এ ঝড়কে- But the Persian Gulf region and Israel still, the punch 

• কিন্তু পারস্য উপসাগরীয় অঞ্চল এবং ইসরায়েল এখন পর্যন্ত এ ঝড়কে অসাধারণভাবে- But the Persian Gulf region and Israel still, the punch extraordinarily 

• কিন্তু পারস্য উপসাগরীয় অঞ্চল এবং ইসরায়েল এখন পর্যন্ত এ ঝড়কে অসাধারণভাবে মোকাবিলা করছে- But the Persian Gulf region and Israel still deal with the punch extraordinarily


#এ দেশগুলোর খাদ্য নিরাপত্তার দৃষ্টিভঙ্গি বৈশ্বিক খাদ্যনিরাপত্তার চ্যালেঞ্জগুলো মোকাবিলায় ভূমিকা রাখতে পারে। 


• এ দেশগুলোর খাদ্য নিরাপত্তার দৃষ্টিভঙ্গি বৈশ্বিক খাদ্যনিরাপত্তার চ্যালেঞ্জগুলো মোকাবিলায় ভূমিকা রাখতে পারে- perspectives from these countries’ food security could have a role to address global food security challenges  


#Your_Turn (Break_Translate_Rearrange)

খাদ্যনিরাপত্তা ইস্যু এ অঞ্চলে দীর্ঘস্থায়ী রাজনৈতিক অসন্তোষের উৎস হিসেবে কাজ করে। 


Solution: 

food security in this area acts like an attic for prolonged political unrest

No comments

Powered by Blogger.